কাল, যে অন্তঃসত্ত্বা হাতি টি
মা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে...
সারা জঙ্গল জুড়ে বিচরণ করেছে
তার দৃপ্ত পদসঞ্চারে, রাজকীয় মহিমায়...
আজ, সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে চিরনিদ্রায়!
হায় ঈশ্বর!
তুমি ওদের কী শাস্তি দেবে?
'মার এর বদলা মার',.. নাকি, 'মৃত্যুর বদলা মৃত্যু'?
গুলি, না ফাঁসি?... কোন কঠিন শাস্তি?... জানি না!
কোনো শাস্তিতেই যেন আজ, এ হৃদয় শান্ত হবে না!
হে কবিবর!...
এ কী তোমার উক্তি? কী তোমার বিধান?
কবিবর এর মুখে,.. এ কথা যে বেমানান!
কবি'র হৃদয় হবে, পাহাড়ের মতো নিশ্চল
গৌতম বুদ্ধের মতো ক্ষমাশীল!
এভাবেই, কবি'র গায়ে ওরা সেঁটে দেয় 'মেনিফেস্টো'
কবি'র গায়ে চাপিয়ে দেয় সহিষ্ণুতার পোশাকের দায়
হৃদয় জুড়ে নিঃসঙ্গতার কবিতারা একে একে জড়ো হয়!
মানুষ যখন অমানুষ হয়,.. তখন মানবতার মৃত্যু হয়
আর, বিবেকের অন্তর্দহনে দগ্ধ হতে হতে,..একদিন
... মানবতার লজ্জা নিয়ে, কবিদেরও মৃত্যু হয়!
5th June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।