গাছের পাতারা সব স্থির হয়ে আছে
জমে থাকা ক্ষোভ, পুড়ে যাওয়া আস্ফালন
ছায়া দিয়ে ওরা ঢেকে রাখে সব,..সবটুকু।
গাছের ছায়ায় দেখি জীবনের ছায়া
আবেগ, অনুভূতিরা থমকে দাঁড়ায়
জেগে থাকে মায়ার এক কল্পিত চোখ
জীবনের ঘনত্ব খুঁজে পাই, আর
তখনই ধ্রুপদী হয়ে ওঠে আমার জীবন
চাহিদার যেটুকু শূন্যতা, মাঝখানে ঝুলে থাক
শুধু যেটুকু ঢেউ, জমিয়ে রাখি মোহনার বুকে
ভালোবাসার নুড়ি কুড়িয়ে রেখেছি গোপনে
সাগরে মিশে যাওয়ার মাহেন্দ্রক্ষণে—
এসো শ্রাবণের মেঘ, —কিছুটা বৃষ্টি দিয়ে যাও!