ফাগুনের শীত যাব-যাব করেও
যাচ্ছে না কিছুতেই
পলাতক শীতের আমেজখানা নিয়ে
মন জুড়ে খেলা করে, আমার পুরানো সাহস
পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়েছ তুমি, তখনও
রজনীগন্ধার ঘ্রাণে ম-ম করছে ঘরের বাতাস
আমার খন্ডিত শিহরণ, দমিত আবেগ
অব্যক্ত কথাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ছে
অভাবের সংসারে, তোমার রুগ্ন-ক্লান্ত শরীর
আর, নিত্যদিনের জ্বলে পুড়ে যাওয়া দ্বগ্ধ মন
বেমালুম ভুলে গেছে—
আজ আমাদের,.. 'বিবাহ-বার্ষিকী'!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৭|০৯|২০২২