🍁
উষ্ণায়ণ নিয়ে কত সেমিনার শহরে শহরে
কান্নার শব্দ ফেরি হয় আঁধারে আঁধারে
কাঠমাফিয়ার দেশে ঘুম ভেঙে যায়
তীব্র কুঠারের শব্দে...

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|০৬|২০২৩