অপেক্ষায় থাকি...
প্রতিটি মুহূর্ত, পল,... অনুক্ষণ!
কেউ যেনো বলতো,... অপেক্ষায় থেকো
মাছের নেশায়... ঠিক বকের মতন!
কেটে যায় সময়,... বছর পেরিয়ে যায়
রক্তের উত্তাপ নিভে গেছে কবে,
অপেক্ষায় থাকিনা কারো জন্য আর...
সেও কারো জন্য অপেক্ষা করেনি তো!
সময় বয়ে চলে তবু, বয়স থেমে গেছে কবে
ঠিক মৃত্যুর মতো!
তবু বেঁচে থাকি, বেঁচে আছি,... কেউ মরিনি তো!!
30th January, 2019,
College Street, Kolkata.