বর্ণপরিচয় - এর হাত ধরে --
জ্বালিয়েছ তুমি জ্ঞানের আলো
এই বাংলার প্রতিটি ঘরে ঘরে।
কথামালা, নীতিবোধ, বর্ণপরিচয়
হাতে-খড়ি তোমাকে দিয়েই হয়।
দয়ার সাগর, তুমি যে বিদ্যাসাগর
জন্ম নিয়েছিলে বাংলা-মাটির 'পর।
কুসংস্কারের বিরুদ্ধে অদম্য জেদ
নারী-শিক্ষায় ছিলনা কোনও ছেদ।
তোমার জ্ঞানের নেই কোনও কূল
বিধবার বুকে ফুটিয়েছ পলাশ ফুল!
বিদ্যাসাগর বেঁচে থাকো অমর হয়ে
নারী জাগরণে প্রতিটি মানুষের মনে
অন্যায় অত্যাচারে কালের অবক্ষয়ে
জীবনের বর্ণমালায় সভ্যতার উত্তরণে!
(আজ, 29-শে জুলাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - এর প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।)
29th July, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।