📌📌

সারাদিন পাথর ভাঙি
ভাঙতে ভাঙতে সারাটা দিন ফুরোয়, ..আর
এভাবেই এক-একটা দিন পেরিয়ে যায়, ভেঙে যায়
জায়মান স্বপ্ন সব, পিছলে যায় দিগ্বিদিক—
অসুস্থ চালাঘর, মুখর নীরবতা ভাঙে ক্রাশার
বসে থাকি এক-একটা বাতিলযোগ্য দিনের ভিতর
একটা দুঃখজনক আমি।

তবে কি ভাঙচুর হতে হতে
ধ্বনি, প্রতিধ্বনি থিতিয়ে যায় নি
এখনও সম্পূর্ণ খরচ হ‌ইনি আমি?
রক্তে, মাংসে, জন্মগত শ্বাসে
এবং অন্তরে অনুভবে এখনও প্রান্তিক স্বর
হাড়ভাঙা পাঁজরে এখনও খুচরো বেজে চলেছি..

📌📌

টালিগঞ্জ, কোলকাতা।
১১|১২|২০২২