মা দূর্গা আসবেন বলে...

কতো ঝাড়পোঁচ, কতো রঙ-বাহার
কতো জাঁকজমক, কতো প্রস্তুতি
কতো শপিং, কতো সাজগোজ
কতো ফ্যাশন!....মনোরম অতি।

পূজোর আগে শরৎ মেঘে
দিয়ে গেলো অসময়ের বৃষ্টি
শিরায় যখন আগুন লাগে
ঝাপসা তখন চোখের দৃষ্টি!

ফেসিয়াল করা দামি মুখ-মণ্ডল
ঘামে ভিজে ঘর্মাক্ত কলেবর
ষষ্ঠী, সপ্তমী,... অষ্টমী পেরিয়ে
নবমীর নিশিও হয়ে যায় ভোর।

মা দূর্গা ঘরে ফিরে যায়
উৎসবও শেষ হয়ে যায়...

কোলাহল থেমে যায়
আলো নিভে যায়
দড়ি নেমে যায়
ব্যারিকেড খুলে যায়...

পড়ে থাকে, .....ফাঁকা প্যাণ্ডেল
হৃদয়ের বিষন্নতা, চোখের জল!

কিছু পড়ে পাওয়া, কিছু যেন রয়ে গেলো বাকি
চৌকো বরফের মাঝে,..আমি শুধু উত্তাপ খুঁজি!


19th October, 2018
টালিগঞ্জ, হরিদেবপুর, কোলকাতা।