আজন্মকাল কালো ধোঁয়া-ভরা ফুসফুসে
একটা বাতাসিয়া গাছের চারা পুঁতেছি,
খড়ের চাল বেয়ে টুপটাপ জল, এঁটোকাঁটা সার..
সবাই একে একে খবর নিয়ে যায় ওর বেড়ে ওঠার
বেলাশেষের বাইফোকালে আজ দৃষ্টি ঝাপসা
তবু, আমি শান্ত ভেজা ফুরফুরে হাওয়া আঁকি
অফুরন্ত সম্ভাবনার রক্তশূন্য নদীটির তীরে
ফুসফুস ক্যানভাসে এক উজ্জ্বল লীলাভোরে!
তোমরা সবাই অনুভব করতে পারছো কি?
একটা শান্ত ভেজা ফুরফুরে হাওয়ার বহমানতা!
10:55 hrs, 13th October, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।