দু'টি টুনটুনি বাসা বেঁধেছে গৃহস্থের বেগুনগাছে

উজ্জীবনের মিলিত সঞ্চারে দু'জনার নিভৃত সুস্থিতি।

পাখি ডাকে, ফুল ফোটে গাছে

বেগুনগাছের পাতার আড়ালে

ওদের সুখ-দুঃখের গল্পকথা

কুড়িয়ে নেয় মুখর বিকেলের বাতাস।

হঠাৎ, ওদের সুস্থিতিতে বাদ সাধে

গৃহস্থের পোষা পেটুক বিড়ালের নির্জন উপস্থিতি!

গৃহস্থ গাছ থেকে বেগুন তোলে, টুনটুনির গান শোনে

আর, সাধের বিড়ালকে খেতে দেয় মাছের কাঁটা।

এদিকে, টুনটুনিদের সংসারে কাঁটা হয়ে থাকে,

পেটুক বিড়ালের নির্জন গোপন উপস্থিতি!

মৃত্যু কি কোথাও কারুর অপেক্ষায় থাকে?

আলো-ছায়া, জল-স্থল ও
জীবন-মৃত্যুর আবর্তে খসে পড়ে
অসহায় দু'টি প্রাণীর
মুখর বিকেলের সুখ-দুঃখের বর্ণমালা!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০১|০৩|২০২২