তুই দূরে তবু,
মনে পড়ে বেদনায়
কাগজে কলমে কবিতায়!
তুই দূরে তবু,
মন যুক্তি খুঁজে যায়
চুপচাপ মুঠো খুলে যায়!
তুই দূরে তবু,
প্রতিশ্রুতি থেকে যায়
সময় যায়,.. পেরিয়ে যায়
বার্ধক্য ছুঁয়ে যায়
দিনটা ঠিক এসে যায়
সমাধিতে ফুল দিয়ে যায়...
কেউ স্বেচ্ছায়,... মগ্নতায়!
17th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।