🥀
কিছু ভাবনা নিয়ে বেঁচে আছি
তারা-ও বেঁচে আছে
মনের ঘর-গেরস্থালিতে কিছু অনুভূতি আছে
শরীরে শিহরণ আছে
আর আছে ওষ্ঠের সাথে ওষ্ঠের
কিছু নিঃশব্দ একান্ত সংলাপ
যা আমি নিজের গোপন কুঠুরিতে রাখি
এটাই আমার কাছে প্রেম
এ শুধু আমারই নিজস্ব প্রেমের ভাষা
ঘোর অমাবস্যাতেও জেগে ওঠে একটা চাঁদ
মনের আকাশে, চুপিচুপি...
আঁচলে বেঁধে রাখা চাবির মতো প্রেম
একাকিত্বে, ভাঙা সংসারে
ছেঁড়া ক্যানভাসে স্মৃতি-বিস্মৃতির রঙ, তুলি
ডানা-র স্বপ্ন ও ভালোবাসা দিয়ে
জড়ো করা কবিতার ছেঁড়া পাণ্ডুলিপি
নিখুঁত আটকে থাকে মাকড়সার জালে
এ প্রেমের বয়স হয় না কিছুতেই...

🥀
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|০৯|২০২৩