🍂
প্রস্তুত রাখ নিজেকে খুব সন্তর্পণে
হঠাৎ ঝড়ে খানখান হয়ে যেতে পারে সব
মুহূর্তে হয়ে যাবে সব পর
সম্পর্কের আর এক নামই তো তাসের ঘর
কিছু কথা, কিছু সম্পর্ক, কিছু স্বীকারোক্তি
অনুচ্চারিত থাকে...
হৃদয়ের গভীর গোপন প্রদেশ থেকে
কখনও বা সে চুপিচুপি
উঠে আসে দু'চোখের একান্ত গভীরে, সেই
সংকেত, ইঙ্গিত — অনুবাদে বুঝে নিতে পারলেই
অনুভবে আবেশে সুগন্ধ ছড়ায় জীবনভর...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৬|১১|২০২৩