কেউ বাঁচে জীবনকে ভালোবেসে;
কেউ হতাশার নাগপাশে
জীবনকে দূরে ঠেলে
পাড়ি দেয় অজান্তেই অজানায় নিরুদ্দেশে!
হয়তো গোলাপ চেয়েছিলে দুঃসাহসিক ইচ্ছায়
কোনো ইজিপ্ট শিল্পীকে ভালোবেসে
কল্পনায় বাঁধতে অপলকে
আশার ধ্রুপদী সুর বাজিয়েছিলে প্রাণে।
বোঝেনি কেউ,
জারি রেখেছিলে সদাই
রাক্ষসী গুল্মের বুকে লড়াই;
নিশুতি রাতের ছায়ায় হতাশা নিরাশারা
ফাঁদ বুনে গেছে নিরন্তর মরণের পাশে পাশে!
বন্ধু সুজন, কোনো প্রিয়জনকে ছেড়ে
জীবনকে ক্ষমা করে এতো বড়ো দ্রোহী হলে?
চলে গেলে
সত্যিই চলে গেলে
জীবনের গন্ধ মুছে, নশ্বর দেহ ছেড়ে;
ভেসে ভেসে নিরুদ্দেশে,..তারাদের দেশে!
১৫ই জুন, ২০২০
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।