ট্রাফিক জ্যামে গল্প ওড়ে
মনখারাপের এই শহরে
বৃষ্টি ঝরে মুষলধারে
জল জমে অন্ধকারে
রাত্রি নিঝুম অলঙ্কারে
ট্রাফিক জ্যাম সারে সারে
সিগনালে আটকে পড়ে
ঘরে-বাইরে উৎকন্ঠা বাড়ে
প্রিয়জনের ফেরার তরে
চিন্তা জমাট মন-গভীরে
আশা-প্রতিক্ষা ওই ওপারে
ট্রাফিক জ্যামে আটকে মরে
কেউ স্মার্টফোনে টাইপ করে
কেউ মুঠোফোন কানে ধরে
বুড়ো-বুড়ি অপেক্ষা করে
কড়া নাড়ার শব্দের তরে
ট্রাফিক জ্যামে গল্প ওড়ে
মনের মধ্যে ব্যাপক ঝড়ে!
22nd October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।