🍂
কাকভেজা পাখিটা চেয়ে আছে
দূর দিগন্তে অনন্তের পানে
দৃষ্টিশূন্য আদ্যন্ত অপার
চেয়ে থাকা আর দেখার ফারাক
থেকে যায় আদিগন্ত বিস্তার
দৃষ্টির ওপারে অনন্ত সাজিয়ে ডুবে আছে
কোনও ধূসর ভাবনার গূঢ় অন্তরালে
অনন্ত চিনতে গিয়ে ডানা ছিঁড়ে যে পাখিটা
পঙ্কিল আবর্তে পড়ে গিয়ে হিমশিম খাচ্ছে
ভাবনায় ব্রহ্মাণ্ডের অলিন্দে এক জীবন দর্শন
চোখের গভীরে চোখ, আঁখির গোলক
তার ভেতরে আর একটা গোলক, চাঁদের দেশ
গ্রহণের কিঞ্চিৎ আগে জিহ্বায় সমুদ্র-স্মৃতি জাগে
আচমকা স্মৃতিগুলো স্তম্ভের আকার নেয়
অপরিসীমের দিকে...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৪|০৬|২০২৪