তোর নামে বৃষ্টি মেখে,
উল্টে দেখি জীবনটাকে
নষ্ট নীড়ে আলোড়িত বুকে
হাঁটুজল কাদা মেখে
নিত্য লড়াই দুর্বিপাকে ....
তবুও দু'চোখে স্বপ্ন মেখে
চল ভিজে যাই গভীর সুখে!
তোর নামে বৃষ্টি মেখে,
রিমঝিম ঝিম শব্দ বুকে
খুঁজি অনুভূতি আকাঙ্ক্ষাকে
গাই ভালোবাসার মন্ত্রটাকে।
তোর নামে বৃষ্টি মেখে,
রংধনু আঁকি মেঘের ফাঁকে
ঢাকুক ঘন মেঘে আকাশটাকে
আজ বৃষ্টি ঝরুক শ্রাবণের চোখে
প্রাণ ফিরে আসুক ধরিত্রীর বুকে
জীর্ণ, ... মৃতপ্রায় জীবনের বুকে
বেঁচে থাকি বাঁচার আনন্দ-সুখে!
তোর নামে বৃষ্টি মেখে,
ছেঁড়া আঁচলের একটু ফাঁকে
দুষ্টু-মিষ্টি দৃষ্টি, প্রেমের ডাকে ...
চল ভিজে যাই প্রাণের সুখে!
29th July, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।