🍁
ডানার স্বপ্ন ছিল একদিন
ভাবনাহীন উড়ে চলা নীল দিগন্তে
পাইনের সারি কাছে টেনে নেয়
সহস্র গাছের ফাঁকে
মধ্যাহ্নের সূর্য ঢলে পড়ে
কোন পাখি আজ ঘর খোঁজে
কোন পাখি উড়ে যায় দূরে
ক্লান্ত ডানার জখমটুকু ঝরে পড়ে
শুকনো পাতার মর্মরে
শরীর মুচড়ে গহন রাত্রি ঘনায়
বাসাটি ছিল তার গাছের ফোঁকরে
বুকের গোপন কোটরে...
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩|১০|২০২৩