*(যে রাত কখনো কোনোদিন দেখেনি কোলকাতা)

🪔
অতি অব-মন্তা দিন মিশে যাচ্ছে মানুষের
প্রতিটি যাপনের দিনে
চোখ বন্ধ করে নাক ওপরে তুললেই নীলের গন্ধ
ফুসফুস ভরে যাচ্ছে তীব্র নীলের বিষবাষ্পে
আজ উপত্যকার বুকে যেন ঘোর অমাবস্যা!

নেমে এসেছে নাগরিক সমাজ, দলে দলে মানুষ
হাতে হাতে মোমবাতি, প্রদীপের জলন্ত শিখা
সমাজের এই নির্মম কালো অন্ধকার জ্বলে পুড়ে
খাক হয়ে যাক — আজ রাত দখলের এই মিছিলে
আপামর প্রতিবাদী মানুষের অন্তরের বিধ্বংসী দাবানলে।

পরজন্মে জোনাকি হয়ে জন্মাতে চাই
জ্বলব বলেই আজ পথে নেমেছি
প্রতিটি হৃদয়ে জ্বলি জোনাকির আলোর চেতনায়
মিছিলে মিছিলে পায়ে পায়ে লিখে যাই
সব দুঃখ-যন্ত্রণা-বিষাদ, অভিমান যত...
রাতের ভয়াবহ নির্জনতার ডুবোচরে
তিলোত্তমার শরীরের রক্তক্ষরণের জ্বালা
দু'চোখের লোনাজল হয়ে ছুঁয়ে যাক
প্রতিটি মানুষের হৃদপিণ্ডের সবটুকু অবকাশ
মানুষের বুকের আবেগ, যন্ত্রণা, এই দীর্ঘশ্বাস
শত-সহস্র মাইনের তীব্র রোদ হয়ে
প্রকাশিত হবেই এক নতুন প্রত্যুষ!

🪔
*(সংরক্ষিত)
রচনাকাল > ৪ সেপ্টেম্বর, ২০২৪