উৎসবের আলো নিভে গেলেও
প্রদীপের সলতে টা জ্বলছে তখনও
জ্বালানি ফুরিয়ে যাওয়ার আগের দৃশ্য
সময়ের আঁচলে আত্মরতির স্ফুরণ
এক শীতল ঘনীভূত উচ্ছ্বাস!
নিরুচ্চার প্রহরের মাঝরাতে
পোকারা আসে
পোড়া গন্ধে ডুবস্নান সেরে নেয়
কে জানে, কবে থেকে ওরা
অন্তরে পুষে রেখে ছিল তৃষ্ণার ঘ্রাণ?
পুরনো শ্যাওলার গন্ধে আলাপ মেখে
অদ্ভুত আঁধারে হয়তো ওরা আলো চেয়েছিল!