হুল্লোড়ে মেতেছি অনেকক্ষণ
পেরিয়ে গেছে রেখা-লক্ষ্মণ
ভাইরাস থাবা মারণ সংক্রমণ
বদলে দিয়েছে জীবন-সমীকরণ
স্তব্ধ জীবন বদ্ধ ঘরে
একই চিত্র গ্রাম শহরে
সারা দেশ,.. বিশ্ব জুড়ে...
'লকডাউন'-এর বিজ্ঞাপন
"মেনে চলুন নিয়ম-কানুন"
মৃত্যু ঘটছে মিনিটে মিনিটে
খবর ছড়ায় 'টিভি-ইন্টারনেটে'
আশঙ্কার কালো মেঘ মানসপটে
এরই মাঝে তর্ক-বিতর্ক রাজনীতি
'লকডাউন' আর অর্থনীতি
পরস্পরে বিরুদ্ধ পথে হাঁটে
কাজ হারিয়ে খিদে-পেটে
মাইল মাইল শ্রমিক হাঁটে
জনজীবন শাঁখের করাতে কাটে
চিন্তা -রা সব থমকে সঙ্কটে...

চিন্তা-চেতনা -রা আজ ধর্মঘটে...
দিন যায়,... রাত কাটে...!

14th May, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।