এই মৃত্যু মিছিল...
কতো নক্ষত্র পতন
আমাদের ছন্দ পতন।
কতো আলো ঝিলমিল
খেলা খেলেছি ইচ্ছেমতন
চলে গেছে অরূপ রতন...!
হাসি ছিল খিলখিল
বাদশাহী মেজাজ চনমন...
আজ, শূন্য হিয়া বিরস বদন!
হবে লকডাউন শিথিল
সবাই আনন্দে মগন...
ফিরে পাবো কি সে জীবন?
এরই মাঝে মৃত্যু মিছিল
শূন্যস্থান হয় না পূরণ...
করে চলি শুধুই স্মৃতিচারণ...!
30th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।