আজকাল বাতাসে সেই সুবাস নেই
সূর্যের সেই একরোখা প্রখর তেজ নেই..
অথচ, সময় বয়ে চলেছে ঠিকঠাক
সময়-সারণি মেনে অফিস, বাজার-হাট
দরদাম, পণ্যের বেচাকেনা..
তারপর, যথারীতি রোববার আসে
সাময়িক পানীয়-বিরতি।
হঠাৎ সন্ধ্যা নামে, গাঢ়তর স্বপ্নের দেশ থেকে
পাচার হতে হতে জঙ্গলের গল্পে প্রবেশ করে
শরীর নিয়ে খেলার সন্মোহনে গোপন রমণ
জীবনের নির্গন্ধ আগুনের এক মাদারিসন্ত্রাস!
বাতাসে সেই সুবাস নেই, জীবনের সেই গন্ধ নেই
অথচ, এক আশ্চর্য অনস্তিত্বের মধ্যে—
আমাদের এই বেঁচে থাকা,.. ক্রমাগত বেঁচে থাকা!



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৭|০১|২০২২