ওরা আসবাব কিনে সাজায় ঘর
জৌলুশ হারায়, চেষ্টারা নামান্তর
পাথরের ফুলদানি ঘোরায় নজর
শ্যাওলারা জড়িয়ে বাঁচে প্রাচীন পাথর।
ওরা রঙ কিনে মেঘ আঁকে পরপর
জলভরা মেঘ ভেসে যায় কার ঘর
বৃষ্টি ভেজা রঙিন শাড়ি, স্বপ্ন আদর
স্বপ্ন রঙিন মর্মের রঙে, যে রঙ স্পর্শকাতর!
ওরা শব্দ কিনে ভরায় ঘর
শব্দ জাগে না বুকের ভিতর
নাই স্বাধীন সত্তা আপন স্বর
খাল কেটে আনা নদীতে জেগেছে চর!
15th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।