কিছু ভালোবাসা থাকে আড়ালে
বলা হয়ে ওঠে না।
ক্রমে বেলা বাড়ে..
বটগাছটার ছায়া আরও ঘন হয়
দু'একটা পাখি উড়ে এসে ডালে বসে
আবার উড়ে যায় আকাশে
পথিকও একসময় উঠে চলে যায়
আমি দূরপানে চেয়ে থাকি উদাস
পাতার আচ্ছাদনে পরতে পরতে
গাছের আড়ালে লুকিয়ে থাকে রোদ্দুর
শীতল নিঝুম আলো গাছের শরীরের পাশে
অপেক্ষায় থাকে,
কার প্রতিক্ষাদিবস?
চলার পথে কতবার বাঁক নেয় নদী
তারপর শেষমেশ সমুদ্রে এসে মেশে
গৃহকর্মের নিবিড় দিনগুলির ফাঁকে ফাঁকে
তোমার স্পর্শ-গন্ধ পাই দিনান্তের প্রয়াসে
পর্দার অন্তরালে অবলোকন করি
আড়ালে আবডালে ভালোবাসা বেড়ে চলে
মনের একান্ত ছায়ায় বসি,
প্রতিনিয়ত তোমাকে ভাঙি, তোমাকেই গড়ি..
প্রতিদিন তোমাকে নবরূপে পুনর্নির্মাণে সাজাই!