দৃশ্য মানেই যে সবটাই দৃষ্টিগোচর হবে
সবই যে বোধগম্য হবে, — তেমন টা নয়
দৃষ্টির অগোচরে, দৃশ্যের অভ্যন্তরেও থাকে
কিছু অদৃশ্য ছবি, থাকে কিছু অনুচ্চারিত ভাষা
বিবিধ ইঙ্গিতে থাকে নিঃশব্দের মায়াগুচ্ছ কথা
দুর্জ্ঞেয় অর্থাৎ সহজে বোধগম্য না হলে
অতি সূক্ষ্মভাবে তার তর্জমা করে নিতে হয়
ভালো মন্দ বিরক্তি তিক্ততা বিস্ময় কান্না
অবিমিশ্র ক্রোধ পরিহাস সোহাগ ভালোবাসার
এক নিভৃত চিত্রকল্প, গভীর গোপন অনুরণন..
ধ্বনি, প্রতিধ্বনি বা ছবির ভাষা থেকে ভাষান্তর
অনুভূতির অন্তঃসলিলা স্রোতের ধ্রুপদী নদী
দৃশ্য, প্রেম বা পাখির কাছে নিঃশব্দে যেতে হয়
ভালোবাসার স্পর্শে শোনো তার নম্র অনুবাদ!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১১|০৯|২০২২