জন্মমাত্র বয়ে চলে নদী
কত লুকোচুরি তার, আঁকাবাঁকা পথে
লোকালয়, ঘরবাড়ি ছেড়ে শেষ-পরিক্রমায়
মিশে যায় সাগর-মোহনায়, তাই—
মোহনায় গড়ে ওঠে দিগন্তের নিবিড় সমাধি
জন্ম আর মৃত্যুর মাঝখানে
কিছুদিন তির তির বয়ে চলা শুধু...
হঠাৎ মূক হয়ে যাওয়া জীবনের রঙ মেখে
নিবিড় নির্জনে একা জেগে থাকে সমাধি;
গৃহে না-ফেরা পথিকেরা ঘুমায় সমাধির নীচে!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৬|০২|২০২৩