আলাে মরে যাওয়া বিকেল পেরিয়ে হেঁটে চলেছি..
অন্ধকার দ্রুত নেমে আসে
এই বুঝি ভাের হয়, ভেবে ভেবে
ঝুঁটিওয়ালা মােরগের মত ডেকে উঠি।
ভাের হতে এখনাে ঢের বাকি
এই দীর্ঘ থেরও শেষ নেই
সব পথ এবড়াে-খেবড়াে
সব পথই শূন্যতার অভিমুখে
সমতল বা সমান্তরাল, —যা-কিছু..
তা হল, খাতার পাতায় আঁকা জ্যামিতি;
ভালাে নম্বর পাওয়া কিংবা ভালাে থাকার দিনান্ত
প্রয়াস!
পথে কে হেঁটে যায়?
শুকনাে পাতা মাড়িয়ে যাওয়ার শব্দ
কত পায়ের শব্দ, জুতাে ছেঁড়ার শব্দ..
পথ লিখে রাখে এমনই সব শব্দকথা
আর, —শব্দমিছিলের যাওয়া-আসা'র গল্পগাথা!