🍁
সব মানুষের বুকের ভেতর
একটা নদী থাকে—
সময়ের রুক্ষতায় কত নদী মজে যায়
কত নদী স্রোতস্বিণী, ভেসে যায় স্রোত
স্রোতে ভেসে যায় অবাধে তরণী
কখনও চোখে জল আসে অনায়াসে
দুঃখেও আসে, আনন্দেও আসে
নিজের জন্য আসে,.. পরের জন্যও আসে
বুকের ভেতর নদীটা বেঁচে থাক
ধীবর জাল ফেলে, অফুরন্ত লীলা তার
এপার ওপার সাঁতার..
সেতুটা না-ও থাকে যদি
গড়ে উঠুক এপার ওপার পারাপার
বুকের ভেতর নদীটা মরে যায় যদি
মরে যায় জীবনের মানে, কলরব কথকতা
মরে যায় চোখের জল, মরে যায় মানবতা…
🍁
টালিগঞ্জ, কোলকাতা
রচনাকাল > ২১|০৭|২০২৩