কাশগুচ্ছমেঘদল উড়ে গেছে কখন
আপন খেয়ালে উত্তরের বনে
কেয়াঝোপের মাথার ওপর দিয়ে, দেখা হয়নি
শরতের মেঘে বৃষ্টি এসে ভিজিয়ে যেত আনমনে
মনে পড়ে যায় সেদিনের সেইসব দিন
কত মেঘলাদিন, কত বৃষ্টিদিন!
ভালোবাসার বৃষ্টিতে সিঞ্চিত হইনি কতকাল
কিছুই ভাল লাগে না আর আজকাল
সকালের সোনারোদ এসে পড়ে কবিতার খাতায়
যা লিখি, হয়ে যায় শুধু তোমারই কথা..
অথচ, কেন রয়ে গেলে তুমি আমার
না-বলা বাকি-কথা হয়ে?
গভীর অরণ্যে তোমার পদচিহ্ন
ঢেকে দিয়ে গেছে গাছেদের ঝরাপাতারা
পাথরের মতন ভার হয়ে আছে মন আজ
পাথরটা সরাতে পারি না কিছুতেই..
ভাবনার অন্তরালে মনের অজান্তে
কত বাকি-কথা যে নিভৃতে ফেলে গেছ তুমি
ঠিক গাছেদের ঝরাপাতাদের মত নিঃশব্দে
তুমি জান না..
আজ, কুড়িয়ে রাখি একটু একটু করে
তোমার সব বাকি-কথাগুলি অতি সন্তর্পণে
মনের খাতায় গভীর গোপনে,.. লাল অক্ষরে!