(প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)
🍂
কেউ চলে গেলে বলা হয়
একটি অধ্যায়ের শেষ...
সত্যিই কি তাই? না—
আপনাকে পড়বে যুগান্তরের কবি, পাঠক
জলের কোনো ব্যথা নেই জেনেও
'ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে'...
গান্ধর্ব-জীবন নিয়ে বয়ে গেছে সময়ের চিহ্ন
দৃশ্যপট থেকে 'মনে মনে বহুদূর চলে গেছি—
যাপনের পথরেখা জুড়ে পরাভূত ছায়া
পরাজিত রোদেলা দহনে তুমুল হুইসেল
'যেতে পারি, কিন্তু কেন যাব?'
ভেবে মরি, —এর কোনো ভিত্তি আছে কি নেই!
তবু তক্ষকের স্বর নেচে ওঠে —
আজকে ভিতর-বাইরে বিষম যুদ্ধ
পূর্ব থেকে পশ্চিমের হাওয়ায়
সব জেনেও 'দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া'
হয়তো আপনি এসে দরজার কড়া নেড়ে বলবেন
'অবনী বাড়ি আছো?'... তখন
শেষের দিনে মৃত্যুদ্যোতনাও বর্ণিল হয়ে ওঠে
পেয়ে যাই যবনিকার 'হলুদ বাড়ি'র 'পুরনো সিঁড়ি'...
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৫ নভেম্বর, ২০২৪
*Copyright : @dipak_bera