মদে মাতাল সুবল বউকে বেদম পেটায়, থাকেনা হুঁশ
উনুনে চড়েনা হাঁড়ি, সুবল রাতের আকাশে গোনে ফানুস!
সারারাত কতো বাবুকে সন্তুষ্ট করে
সুবলের বউ সাতসকালে বাড়ি ফেরে।
সুবলকে যত্নে খেতে দেয় বউ, তবুও সুবল, 'পুরুষমানুষ'!
27th June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।