🍁
কেন, কীসের টানে বসে আছি
কালো অক্ষরবদ্ধ খাতার পাতায়
কবি সেজে, কবিতার কাছে?
তন্ময়রাতের জ্যোৎস্নালোকিত আলোয়
গাছের পাতার ফাঁকে মর্মরিত হয় ভাষা
যে ভাষায় হাওয়ারা কথা বলে পাতার সাথে
যে ভাষায় গান গায় পাখি
ওরা তো সবাই সব জানে
কীভাবে আদর লেগে থাকে পায়ের পাতায়
নূপুর নিক্বণে, নৃত্য ছন্দে তবলার বোলে
সব পাতা একদিন ঝরে গেলে
তবু যারা ভুলে আছি এখনও
জীবনের সহজ স্রোত
ফিরে যাই আবার যাবতীয় নিবেদনে
সেই তোমারই কাছে, জীবনের মূলস্রোতে…
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
২১|১২|২০২২