আমাদের কথার কে মূল্য দেয়?
তাই, আমাদের কথা শেষ হতে না হতেই
নিবিড় অন্ধকার নেমে আসে চারপাশে
বিমূর্ত রাত্রির আর্তনাদ ঢেউ ভেঙে ভেঙে
আমাদের কান্নার লবনাক্ত অনুপ্রাসে
ক্রমাগত ফেনা হয়ে ভাসে..
যুদ্ধশেষের ভারী রণপোত ভারী করে দেয়
আমাদের ঋণের বোঝা এই পৃথিবীর কাছে
কত আয়ুধ লিখেছে সে মৃত্যুর অভিমুখে—
রাত্রির বন্দরে জলের দাগের নিচে
সভ্যতার চাপা পড়া দেখি
দেখি মৃত্যু,.. রসাতল!
ধ্বংসের মেহফিলে স্মৃতির কনভয় হেঁটে যায়
প্রবল অভিঘাতে জলস্রোতে ধুয়ে যাচ্ছে সব
সানাইমুখর সন্ধ্যা, ভেঙে যাওয়া সম্পর্ক..
হৃদয়ের নিভৃতে কত জন্মের হারানো বসতবাড়ি!