আশা আছে, প্রত্যাশা আছে
গভীর আস্থা আছে হৃদয়ে
পরিপূর্ণ প্রজ্ঞায় তাই জড়িয়ে আছি তোমাকে
আগলে রাখি সম্পর্ক আশ্চর্য এই জীবনের মায়ায়
ঠিক যেমন ফুল আগলে রাখে মধু
পাখি আগলে রাখে পেটের মধ্যে ডিম।
গণনায় কেউ লিখে রেখে গেছে অমোঘ পরিণতি
তবু জেগে আছি পূর্ণিমার হিরণ আলো পেরিয়ে
আরও ক’টা দিন
অমাবস্যা আসতে বেশি দেরি নেই আর
ঘাস খড়কুটো ধরে প্রাণপণে বাঁচার চেষ্টা
গণনার শেষে ক্রমশ ছিন্নমূল হতে থাকি
ছেঁড়া মেঘের মত ছিঁড়ে যেতে যেতে দেখি
গাছের সন্তানেরা ক্রমাগত বড় হতে হতে
একদিন মহাবৃক্ষ হয়ে যায়..
গণনার শেষে কেউ লেখে পরিণাম
আর,.. জীবন লিখে চলে সূচনা!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৫|১২|২০২১