🍁
জ্বর আমাকে আচ্ছন্ন করে রাখে
কী এক আশ্চর্য মগ্নতায়
টুকরো টুকরো বিচ্ছেদ চারপাশে
কাছে ডাকলে সবাই দূরে সরে যাচ্ছে
অনুভূত হয় খন্ড খন্ড একান্ত নিজস্ব শূন্যতা!

মনখারাপের স্টেশনে বসে আছি একা
রাতজাগা অতৃপ্ত আকাশের নক্ষত্র
এই দুঃসময়ে দূরত্বের সঙ্গী আমার
দু'চোখে এক ঘোর অন্ধকার এসে
গন্তব্যের টিকিট গুঁজে দেয় হাতে
ট্রেন এসে যায় একসময়
ট্রেনের শব্দ-ছায়ায় ক্রমশ এগিয়ে যাই
এগিয়ে চলি আমি শেষ স্টেশনের দিকে..!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২১|০৭|২০২২