শরতের সাদা সাদা পুঞ্জিভূত মেঘ
থরে থরে জমা হয় আকাশের আঙিনায়
এ মন স্বপ্ন দেখেনা আর কবিতা লেখায়।
জীবনের কলতান মুখর কতো প্রিয় অবসর
কখন যেন আবেগ স্বপ্ন সব ফাঁকি দিয়ে
জীবনের অনিবার্য নিয়তিতে করেছে ভর!
"নিয়তি বলে কিছু নেই"... একথা বলে,
প্রতিবাদে সোচ্চার ছিলো যে মন এতোদিন
জীবনের পড়ন্ত বেলায় সে আজ আবেদনহীন!
পাখির মতো ডানা মেলে আকাশে উড়ে গেলে
ছোঁয়া যেতো মেঘ.... আর অনন্ত বৃষ্টি জল ...
মন আর হয়না আবেগী বিহ্বল উচ্ছল চঞ্চল
আবেগ শূন্য মন আজ ম্রিয়মান স্থির নিশ্চল।
মাঝে মাঝে হৃদয়ের ইচ্ছেগুলো ডানা ঝাপটায়
কিন্তু, পেরিয়ে যাওয়ার চরম অক্ষমতার কাছে
অদম্য ইচ্ছেডানার ক্ষমতা বারবার হেরে যায়!
পৃথিবীর বিশালতাকে দেখার দৃষ্টি ঝাপসা ক্রমাগত
প্রচন্ড ক্রোধ জমা হয় মনে পরাজিত সৈনিকের মতো
গ্রাস করে ক্রমশ ছন্দহীন একাকীত্বের অতল সাগরে
ডুবে থাকা বিষন্নতা! ঘিরে ধরে অনিবার্য একাকীত্ব!
26th August, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।