ভুলে যাওয়া গল্পগুলো,
যদি বেঁচে থাকে ...
সময়ের পারে, ... শতাব্দী পরে ...
অবাক হয়ে শুনবে পরবর্তী প্রজন্ম ...
ওইসব হারিয়ে যাওয়া গল্প শুনে
ওরা কেউ লিখে ফেলবে সনেট
কিংবা কাহিনী উপন্যাস ...
বেঁচে উঠবে আবার
ভুলে যাওয়া গল্পের সেইসব চরিত্রেরা ...
হারিয়ে যায় সব ...
শুধু হারায় না মনের মানিক,
হারায় না জীবনের অ আ ক খ গল্প ...
বেঁচে থাকে, ... প্রজন্ম থেকে প্রজন্মে ...!
27th March, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।