🍂
টক-ঝাল-মিষ্টি কিশোরবেলা পেরিয়ে
ভূষণ্ডির মাঠ পেরিয়ে, কালবোশেখি ঝড় পেরিয়ে
ঝলমলে দিন পেরিয়ে, এখন নিজের একটা সংসার
টোনাটুনি ছানা নিয়ে ডানাছেঁড়া বসবাস
সামান্য আয়ের ঘরে উৎসবের রং না ছড়ালেও
আমরা কিন্তু রং মেখে থাকি
সেলাই মেশিনের চাকা ঘোরে, শব্দ তোলে ঘরঘর
লাল নীল রঙিন জামাকাপড়ে ভরে ওঠে ঘর
একটা রিদম নিয়ে ওঠানামা করে মুনিয়ার মায়ের পা
ওর পায়ের রিদম আমার লেখায় আনে গতি
আমি লিখি পাল্টে যাওয়া আশ্চর্য যাপনের রং
বুকের ভেতর গুঞ্জন তোলা আবাহন গীত
নদী শুকিয়ে গেলেও সময় বসে থাকে না জলের আশায়
উৎসবের উৎরোল নিষ্ফলা মাঠে ছড়িয়ে দেয় বর্ণিল রং
মেশিন ঘোরে ঘরঘর, ঘরঘর
মুনিয়ার মায়ের পা ওঠে নামে নিচ-উপর
লাল নীল সবুজ সাদা কালো গোলাপি সুতোয়
সেলাই হচ্ছে এফোঁড় ওফোঁড় আনন্দসুখ
মুনিয়া কোথা থেকে আমার লেখার খাতায় জড়ো করে
পাঁচ-পাপড়ির কতক সাদা নয়নতারা ফুল
আজ দিকভ্রান্তকালে সাদা নয়নতারা ফুল দেখে
আলোকলতায় আমার বাঁচার সাধ জাগে অতি
অনন্তজীবনের সারাৎসারে যেন নয়নতারা ফুল হয়ে ফুটি...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০১ জানুয়ারি, ২০২৪