|| কালের ঝড়ে উড়ে যায় ডাল, ছিঁড়ে যায় ফুল। পড়ে থাকে বিষণ্ণ ঝরাপাতার সন্তাপ, বৃষ্টিরঙের ভোরের কিছু মেঘসংলাপ ||
🍂
সময় এগিয়ে চলে ক্রমশ..
সম্পর্কের বাঁধনে মরিচা ধরে
ক্রমে কমে আসে আভিজাত্যের বৈভব, জৌলুশ
ক্রমশ ফুরিয়ে আসে আহ্লাদ, কত যাপনের উষ্ণতা
সারি সারি সম্পর্কেরা জেগে থাকে মৃত নক্ষত্রের মতো
সমগ্র ছায়াপথ জুড়ে এক দ্বন্দ্ব খেলা করে প্রতিদিনই মানুষ সরে যাচ্ছে দূরে, আরও দূরে পাশের প্রিয় মানুষটির থেকে হাতের উপর থেকে সরে যায় বিশ্বাসের হাত।
আমি হেঁটে যাই---
সম্পর্কের এই দীর্ঘতম ছায়ার শূন্যতায়
জীবন ও অস্তিত্বের আশ্চর্য রহস্যের ভিতর দিয়ে আমার নিষ্প্রভ বিকেলের বুকে জমাট বাঁধে মেঘ আমি ধীরে ধীরে মেঘলা হই..
রেখে যাই আমার নিঃসঙ্গ ইনবক্সে
এই বৃষ্টিরঙের ভোরে
তোমার-আমার সামুদ্রিক মেঘসংলাপ!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৭ মার্চ ২০২১