আজ, বসন্তপঞ্চমীর ভোরে মুছে যায় কাঁটাতার
প্রেম এসে হৃদয়ের চৌকাঠে দাঁড়ায়---
বদলে যায় প্রচ্ছদ, লকেট থেকে খসে পড়ে 'গীতবিতান',
"ওরে গৃহবাসী খোল, দ্বার খোল.."
অস্থিরতায়, দ্রুততায় অনভ্যস্ত পাটভাঙা বাসন্তী শাড়ি
হোঁচট খায় বেদম!
নতুন পাঞ্জাবির নিচের একটু গভীরে ধক্ ধক্
তরুণ বুকের অলিন্দে তোলপাড়, আলোড়িত শিহরণ!
গতিজাড্যের সংজ্ঞায় প্রেমের টাওয়ার লোকেশন
ঠিক পড়ে নেয় প্রেমের আইসোটোপ
বাসন্তী, হলুদ রঙের বিচিত্র সব মানচিত্রে।
নতুন বিস্ময়ের চোখে দুরন্ত আত্মিক অভিযোজন
শ্বাস-প্রশ্বাসে, রক্ত-শিরায় আনে তীব্র দহন
প্রিয় শাড়ির ফলস্ পাড়ে আটকে থাকা
চোরকাঁটাদের গোপন সংলাপ..
কল্পিত চোখের সেলুলয়েডে নির্মিত হয়ে চলে,
'অগ্নিময় লাভস্টোরি'।
চেয়ে আছে চারপাশে --
চরম নিষেধনামার অজস্র রাডার চোখ
তারই মাঝে বেজে চলে 'বব ডিলানের' গিটারে, 'লাভ সিক'!
পুজো প্যান্ডালের মাইকে ভেসে আসে---
'মান্না বাবু'র প্রেমের রোমান্টিক গান,
"ও কেন এত সুন্দরী হলো, এমনি করে ফিরে তাকালো,
দেখে তো আমি মুগ্ধ হবোই, আমি তো মানুষ..."
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|০২|২০২২