🍂
তোমার রঙিন চশমাটা খোলো
দেখো চোখের গভীরে কতটা কালো
না-বলা কথারা জমেছে সঙ্গোপনে
বলবে কথা, পেরিয়ে যাওয়ার ক্ষণে
বিষাক্ত ধোঁয়ায় ঢাকছে আকাশ
সকল ছবি জীবনেরই ক্যানভাস
তাও মুখের হাসিতে ফোটাতে হয়
রঙিন ছায়াছবি, সামাজিক পর্দায়
প্রতি বছর পুজো আসে
প্রাণে জাগায় নতুন আশা
উৎসব শেষে চেয়ে দেখি—
যেমন ছিলাম, তেমনই তো আছি
আবার নিত্যদিনের যাওয়া-আসা
ছলনায় আর ভোলে না সময়
নেই আজ হারিয়ে যাওয়ার ভয়
শুধু, ভালোবাসাটা আজও আমার
হয়তো,—চেনা মানুষটা আর নয়..!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১|১০|২০২৩