প্রদীপ দুটো এখনো জ্বলছে ...!
নাকি পুড়ছে দু'টি হৃদয়, ...
ব্যর্থ প্রেমের অন্তর্দহনে দগ্ধ হচ্ছে!
কতো কথা, কতো স্বপ্ন, কতো প্রতিশ্রুতি, ...
তিল তিল করে গড়ে ওঠা সম্পর্ক ...!
আলোর নিচে কতোটা জীবন পুড়ে যাচ্ছে, ...
নিঃশেষ হয়ে যাচ্ছে ...
সময়ের সাথে সাথে ...!!
13th April, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।