মনোমালিন্য, তর্ক-বিতর্ক যতই থাক
বুকের ভেতর তার আদিগন্ত বিস্তার—
মনের বাতায়নে বসন্তের বাতাস এলে
মন উচাটন, হঠাৎ দু-চোখ অন্ধকার
পুরনো গন্ধের গায়ে আঁকিবুকি দাগ
বুকের মধ্যে ঢেউ ওঠে, ঢেউ নামে
রক্ত-শিরায় বাঁশি বাজলে সর্বনাশী দহন
পুড়ে পুড়ে ছাই হয়ে যায় গোপন নির্জন
তখন প্রেমের চেয়ে ভালো ওষুধ নেই..
প্রণয়ের অলিগলি প্রকাশ্যে আনতে নেই!