পাতার ফাঁকফোকর গলে ছিটকে আসে
নিছক ছিটেফোঁটা কিছু রোদেলা দুপুর
কিছু রোমান্টিক আলোছায়া সংলাপ
রোদের আলস্যমাখা দূর আলপথ বেয়ে
দিগন্তের নরম আলো ভেসে আসে
ধারণ করা কচি কলাপাতা জীবনে
স্পর্শাতীত এক স্বপ্ন গ্রাস করে এইবেলা
বিধূর ঠোঁটে দুর্বিনীত অনন্ত পিপাসা
দীঘল চোখে আছড়ে পড়ে আদরের ঢেউ
উচ্ছ্বাস গড়িয়ে নামে নিথর চিবুকে ও গালে
শ্বাসের ওঠানামা, শিরায় শিরায় রক্তপ্রবাহ
ভিতর ভিতর জ্বলে এক নিভৃত আগুন
নিরক্ষীয় অঞ্চল জুড়ে তার উষ্ণায়নের ঋতু
শীতের সাথে উষ্ণতার এখন গভীর প্রণয়
শেষ অঙ্গাবরণটিও তুচ্ছাতিতুচ্ছ মনে হয়..
লোকান্তরে হৃদয়পারে এখন শীতোষ্ণ আমেজ!


19th January, 2021
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।