অশ্রু আগুন আলো
দীপক বেরা
জীবনভর
দুঃখের কান্না কেঁদেছি অনেক
তবে, ক্বচিৎ
সুখের কান্নাও কেঁদেছি
লোকে বলে, তা নাকি আনন্দাশ্ৰু।
সত্য সুন্দর
খুঁজে দেখি নি, যার আরাধনায়
মনের গহীনে
ব্যাকুল হৃদয়ে কেঁদে ওঠে মন
ভেসে যায় প্রেমাশ্রু-আগুন-আলো!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৫|১০|২০২২