কিছু ছোট ছোট ভালোলাগা
জাফরানি রোদ, রঙিন বিকেল ছুঁতে
কার না ভালো লাগে?
তুমিও তো ছুঁতে চেয়েছিলে
এসেছিলে আমাদের উঠোন পর্যন্ত..
ভিতর ঘরে এসে, আর বসা হয় নি---
ভিতরে আসতে গেলে যে
পেরোতে হয় কত চৌকাঠের বাধা
হয় নি ভালোলাগার মুহূর্তযাপন
ছুঁয়ে দেখা হয় নি ভালোবাসা মন
বাজে নি হৃদয়ে ভালোবাসার দোতারা!
সে শুধু সামাজিক শাসনের ভয়?
পুড়েছ মরমে মরমে, উষ্ণতার খোঁজে
হৃদয়ের রক্তক্ষরণ শুধু হয়েছে জমাট!

আজ ফাগুনে আহত বসন্তবিলাস
তীব্র হয়েছে মাধুকরী শ্বাস-প্রশ্বাস
কেন নিজেকে জ্বালাও পোড়াও ঠকাও?
বজ্রআঁটুনি খুলে ফেল এবার—
উপড়ে ফেল এই অসার তাম্রশাসন ভার!



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৩|০২|২০২২