🍁
রাতের বালিশে জড়ো হয় সুখ
মনের আকাশ জুড়ে তুমুল তাগিদ
বিভোর বাতাসে পাখি আর ফুল মশগুল
মধুর মাঠে একঝাঁক নীরবতা!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৪|০৬|২০২৩