🍁
তুমুল কথাকাটাকাটি, ঝগড়াঝাটির পর
নিঃশব্দে পেরিয়ে যায় প্রহর, এক-দুই-তিন
বুকের মধ্যে বিষাদের মৌনমূক প্রণম্য বিরহ
অপেক্ষার ভেতর আঙুলের আঁকিবুকি দাগ
গভীরতম অন্তস্রোতে পরম শুশ্রূষার মতন
গড়ে ওঠে শেষমেশ প্রশান্তির এক গাঢ় চুম্বন
বে-আব্রু শরীরের বাধাবন্ধহীন আত্মসমর্পণ
ধরা দেয় একান্ত সম্মতির কিছু তাপীয় মুহূর্ত
মেঘের শরীর জুড়ে তখন বিন্দু বিন্দু ঘাম
অনুভবের পরতে পরতে তার দেহজ গন্ধ
চৈত্রের শালবনে একাকী চাঁদ ডুবে গেলে
রুদ্ধদলের স্নায়ুতন্ত্রের বহ্নিতে পুড়ে যায়
জবাকুসুম চোখ, উত্থিত হয় মহাপ্রাণধ্বনি..
যতটুকু ভুলের ব্যর্থতা, ততটুকু ক্ষমায় মধুর!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯|০৫|২০২২