আমার আছে এক আকাশ সোনালী রোদ্দুর
যেখানে রৌদ্রস্নান করে অজস্র শঙ্খচিল
বেড়ায় উড়ে যেথা খুশি যতো ইচ্ছে যতো দূর...
দু'দন্ডের অখন্ড অবসরে আনন্দ অনাবিল!
বিষণ্ণ দুপুর ভুলে কু-ঝিক্ ঝিক্ রেলে
শহরবন্দী মানুষ ছুটির ঘন্টা বাজাও
বাউন্ডুলে হয়ে আকাশ ভরা নীলে
রূপকথার দেশে উধাও হয়ে যাও...!!
11th April, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।